২০১৯ এর আইপিএলে বিক্রি হওয়া সবচেয়ে দামি দশ ক্রিকেটার (The most expensive ten cricketers to be sold in this IPL)


২০১৯ এর আইপিএলে বিক্রি হওয়া সবচেয়ে দামি দশ ক্রিকেটার (The most expensive ten cricketers to be sold in this IPL) 



সম্প্রীতি শেষ হলো ২০১৯ সালের আইপিএল নিলাম। বেশ কিছু বিদেশী এবং ভারতীয় ক্রিকেটারদের বেশ চড়া দামে কিনেছে টুর্নামেন্টের ফ্রেঞ্চাইজি গুলি। সর্বাধিক দামে বিক্রি হয়েছে ভারতীয় পেসার জয়দেব উনাদকাদ এবং বরুন চক্রবর্তী। আর বিদেশী ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে ইংল্যান্ডের স্যাম কারেন। আইপিএলের সর্বশেষ আসরেরও সবচেয়ে দামি ক্রিকেটার ছিল জয়দেব উনাদকাদ। এই বার ৮ কোটি ৪০ লক্ষ টাকায় তাকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। নিলামে তাকে নিয়ে কম টানাটানি হয় নি। জয়দেব উনাদকাদের বিক্রি মূল্য ছিল ১ কোটি ৫০ লক্ষ। শুরুতে তার প্রতি আগ্রহ দেখায় দিল্লি ডেয়ারডেভিলস, এরপর তাকে বিট করে রাজস্থান রয়্যালস। সেই বিটে অংশ নেয় কিংস ইলেভেন পাঞ্জাবও। সবশেষে ৮ কোটি ৪০ লক্ষ টাকায় তাকে কিনে নেয় রাজস্থান রয়্যালস। গত আইপিএলে দামি ক্রিকেটার হলেও খুব ভালো কিছু করতে পারেন নি তিনি। তারপরেও তার উপর বিশ্বাস রেখে এই বছরও এতো দাম দিয়ে পুনরায় কিনে নিলো রাজস্থান রয়্যালস। তবে এই বার নিলামে সবচেয়ে বড়ো চমক নুতুন চেহারা বরুন চক্রবর্তী। তার বিক্রি মূল্য ছিল মাত্র ২০ লক্ষ টাকা। প্রথমে দিল্লি ডেয়ারডেভিলস এবং চেন্নাই সুপার কিংস এই নিলামে অংশ নেয় তারপর ধীরে ধীরে চওড়া হতে থাকে তার দাম। এরপর কিংস ইলেভেন পাঞ্জাব এবং কলকাতা নাইট রাইডার্সও এই নিলামে অংশ নেয়। শেষ পর্যন্ত ৮ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে কিংস ইলেভেন পাঞ্জাব তাকে কিনে নেয়। সবচেয়ে দামি বিদেশী ক্রিকেটার হলো ইংল্যান্ডের স্যাম কারেন। তার বিক্রি মূল্য ছিল ২ কোটি টাকা। কিন্তু নিলামে তাকে ৭ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে কিনে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব। 

তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক এইবারের আইপিএল নিলামের সবচেয়ে দামি ১০ ক্রিকেটার। 

১) বরুন চক্রবর্তী (ভারত)
- কিংস ইলেভেন পাঞ্জাব 
- ৮ কোটি ৪০ লক্ষ টাকা 

২) জয়দেব উনাদকাদ (ভারত)
- রাজস্থান রয়্যালস 
- ৮ কোটি ৪০ লক্ষ টাকা 

৩) স্যাম কারেন (ইংল্যান্ড)
- কিংস ইলেভেন পাঞ্জাব 
- ৭ কোটি ২০ লক্ষ টাকা 

৪) কলিন ইনগ্রাম (দক্ষিণ আফ্রিকা)
- দিল্লি ক্যাপিটালস 
- ৬ কোটি ৪০ লক্ষ টাকা 

৫) অক্ষর প্যাটেল (ভারত)
- দিল্লি ক্যাপিটালস 
- ৫ কোটি টাকা 

৬) কার্লোস ব্রাথহোয়াইট (ওয়েস্ট ইন্ডিজ)
- কলকাতা নাইট রাইডার্স 
- ৫ কোটি টাকা 

৭) মোহিত শর্মা (ভারত)
- চেন্নাই সুপার কিংস 
- ৫ কোটি টাকা 

৮) শিভাম ডুবে (ভারত)
- রয়াল চ্যালেঞ্জার বেঙ্গালুরু 
- ৫ কোটি টাকা 

৯) প্রভাসিমরান সিং (ভারত)
- কিংস ইলেভেন পাঞ্জাব 
- ৪ কোটি ৮০ লক্ষ টাকা 

১০) মোহাম্মদ সামি (ভারত)
- কিংস ইলেভেন পাঞ্জাব 
- ৪ কোটি ৮০ লক্ষ টাকা।

তো এই ছিল এই আসরের দামি ১০ ক্রিকেটার। 


Post a Comment

0 Comments