আজ টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের জন্মদিন। প্রথম মুভি নাটের গুরুর মাধ্যমে সবার মনজয় করেছিলেন তিনি। সুপারস্টার জিতের সাথে করা এই মুভিটি দর্শকদের মন জয় করে নিয়েছিল। বক্স অফিসেও তৈরি করেছিল নতুন নতুন সব রেকর্ড। তারপর আর পিছনে তাকাতে হয় নি এই অভিনেত্রীর। তারপর একের পর এক নতুন নতুন ছবি দর্শকদের উপহার দিয়ে গিয়েছেন। কখনো জিতের সাথে বা কখনো দেবের সাথে জুটি বেঁধেছেন। তবে সেই সময় জিত কোয়েলের জুটি হয়ে উঠেছিলো বাংলার সবচেয়ে জনপ্রিয় জুটি। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে দিয়েছে অনেক সুপারহিট এবং ব্লকবাস্টার ছবি। অভিনেত্রী কোয়েল মল্লিক থেকে হয়ে উঠেছেন টলিউডের কুইন কোয়েল মল্লিক। রিয়েল লাইফে কোয়েলের পার্টনার সুরিন্দর ফিল্মসের কর্ণধার নিসপাল সিং। কোয়েল মল্লিকের আপকামিং ছবি শেষ থেকে শুরু। সামনে ঈদে রিলিস হবে এই ছবিটি। অনেক শুভকামনা রইলো এই মুভির জন্য।
0 Comments