উয়েফা চ্যাম্পিয়ন লীগে ভিএআর এর সাহায্য নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে রেফারির দেওয়া পেনাল্টির সিদ্ধান্ত সঠিক ছিলো না, এমনটা মনে করছেন পিএসজির ব্রাজিলিয়ান ফোরয়ার্ড নেইমার জুনিয়র । রেফারি বিতর্কিত সিদ্ধান্ত জানিয়ে পিএসজি কে হারিয়ে দিয়েছে। এমনটাই ধারণা এই ব্রাজিলিয়ান তারকার । বুধবার ঘরের মাঠে ফিরতি লেগে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলে পরাজিত হয়েছে প্যারিস সেইন্ট জার্মেন। প্রথম লেগে পিএসজি ২-০ গোলের ব্যবধানে জিতাই দুই লেগ মিলিয়ে স্কোর লাইন হয়েছে ৩-৩ ।কিন্তু প্রতিপক্ষের মাঠে এক গোল বেশি করে পরের রাউন্ড নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড । এই ম্যাচে ৯৪ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের পাওয়া পেনাল্টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ভিএআর এর সাহায্য নিয়ে পেনাল্টি দিয়েছিলো রেফারি । এই পেনাল্টি কিক থেকে গোল করে পিএসজি কে হারিয়েছে রেড ডেভিলস রা। ম্যাচ শেষে রেফারির এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন পিএসজির ব্রাজিলিয়ান ফোরয়ার্ড নেইমার । সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে নিজের অসন্তুষ্টের কথা জানিয়েছেন এই তারকা। সেখানে এই প্রসঙ্গে তিনি বলেন "এটা লজ্জা জনক ব্যাপার, ভিএআর এর দায়িত্বে তারা এমন চারজন মানুষকে রাখলো যারা ফুটবল সম্পর্কে কিছুই জানে না । বল খেলোয়াড়দের হাতের পিছনের দিকে স্পর্শ করলে কিভাবে হ্যান্ড বল হয় ? নেইমার জুনিয়রের মতে রেফারির সিদ্ধান্ত সম্পূর্ন ভুল । ফুটবল সম্পর্কে তার কোনো ধারণা ই নেই । বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্ত দেওয়ায় রেফারিকে অপমান করলেন তিনি। আর সেই সময় রেফারির ফুটবল জ্ঞান সম্পর্কে কথা বলেন নেইমার জুনিয়র "।
0 Comments