নেইমার জুনিয়রের জন্য ৩৫০ মিলিয়ন ইউরো নিয়ে প্রস্তুত রিয়াল মাদ্রিদ



২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ মাত্র সাত দিনেই নিজেদের মাঠে তিন বার হারের মুখ দেখতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। সময়টা একেবারেই ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের । ২৭ শে ফেব্রুয়ারি চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হেরে কোপা ডেল রে থেকে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ । এর চার দিন পর আবার বার্সেলোনার কাছে হেরে শেষ হয়ে যায় রিয়াল মাদ্রিদের লীগ জয়ের স্বপ্ন। যে চ্যাম্পিয়ন লীগ রিয়াল মাদ্রিদকে একের পর এক মধুর স্মৃতির যোগান দিয়ে যাচ্ছিল আ্যয়াক্সের  বিপক্ষে ঘরের মাঠে ৪-১ গোলে হেরে এই মৌসুমে সেটাও শেষ। রিয়াল মাদ্রিদ জুড়ে এখন শুধু এই মৌসুমে সবকিছু হারানোর দুঃখ। অধিনায়ক সার্জিও রামোস তো বলেই দিয়েছেন যে ক্লাবের এমন অবস্থা আগে আর কখনো হয় নি । ক্রিস্টিয়ানো রোনাল্ডো রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যাওয়ার পর থেকে নিজেদের হারিয়ে ফেলেছে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের একমাত্র সমস্যা ওদের ফরওয়ার্ড লাইন নিয়ে। গোল মুখে পুরোটাই ব্যর্থ রিয়াল মাদ্রিদের আক্রমন ভাগ। এইদিকে অনেক আগে থেকে শোনা যাচ্ছিল যে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র । নিজেদের আক্রমণ ভাগের শূন্যতা পূরণ করতে নেইমার কে চাই রিয়াল মাদ্রিদ । স্প্যানিশ গণ মাধ্যম জানিয়েছে যে রিয়াল এখন নেইমারের দিকে ভালো ভাবেই ঝুঁকেছে। নেইমার কে দলে আনতে রিয়াল মাদ্রিদ রেকর্ড পরিমাণ ৩৫০ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত। নেইমারের জন্য অবিশ্বাস্য ৩৫০ মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত তারা। স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস প্রথমে নেইমার কে এই খবরটি প্রকাশ করে ছিল। এরপর এই খবরটি সত্য বলে জানিয়েছে মার্কা ।  সদ্য চ্যাম্পিয়ন লীগে আ্যয়াক্সের বিপক্ষে ঘরের মাঠে হারার পর এই রকম সিদ্ধান্ত নিয়েছে রিয়াল। সেই ম্যাচের পর ড্রেসিংরুমে দন্ধে জড়িয়ে পড়ে রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস এবং ক্লাব সভাপতি পেরেজ। এই সব কিছুর পর নেইমার কে কিনতে প্রস্তুতি রিয়াল মাদ্রিদ। যার জন্য তারা খরচ করতে প্রস্তুত ৩৫০ মিলিয়ন ইউরো। এমনটাই জানিয়েছে স্পেনের বেশ কয়েকটি গণ মাধ্যম । একমাত্র ক্রিস্টিয়ানো রোনাল্ডোর শূন্যতা পূরণ করতে পারবে এই নেইমার । এমনটা আশা রিয়াল মাদ্রিদের। আর তাইতো তারা রেকর্ড মূল্য দিয়ে দলে নিতে চাই এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে ।

Post a Comment

0 Comments