আর্জেনটাইন কোচ সান্টিয়াগো সোলারিকে বিদায় দিয়ে খুব শীঘ্রই কোচ জিনেদিন জিদানকে নিয়োগ করতে যাচ্ছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ । এমনটা জানিয়েছে স্পেনের বেশ কিছু গণ মাধ্যম। এর আগে প্রথম ধাপে মাত্র আড়াই বছরে নয়টি শিরোপা জিতিয়ে ছিলেন জিনেদিন জিদান। তার অধীনে ইতিহাসে প্রথম কোনো ক্লাব টানা তিন বার উয়েফা চ্যাম্পিয়ন লীগ জিতে । এমন সফল কোচের বিদায়ের পর দলটি নিজেদের পথ হারিয়ে ফেলেছে। ঘরের মাঠে শেষ চার ম্যাচে সবকটি হেরেছে রিয়াল মাদ্রিদ। সব শেষে ডাচ ক্লাব অ্যায়াক্স এর বিপক্ষে নিজেদের মাঠে হেরে চ্যাম্পিয়ন লীগ থেকে বিদায় নেয় এই ক্লাব টি। এর আগে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে মাত্র তিন দিনে দুইবার হেরে লীগ এবং কোপা ডেল রে থেকেও বিদায় নিয়ে নেয় সান্টিয়াগো সোলারির দল। গত বছর মে মাসে জিনেদিন জিদান চলে যাওয়ার পর ক্লাব টির হাল ধরে ছিল লুপেতেগুয়ী। কিন্তু ব্যর্থতার দায়ে গত অক্টোবর মাসে চাকুরী হারান এই স্প্যানিশ কোচ । উনার উত্তরসূরী হিসাবে যোগ দেন সান্টিয়াগো সোলারি । শুরুতে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নিলেও পরে পুরো দলের কোচ হিসাবে যোগদান করেন এই কোচ । তবে তার অধীনেও সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। এখন স্প্যানিশ গণ মাধ্যমের জোরালো খবর হচ্ছে চাকুরী হারাতে যাচ্ছে সান্টিয়াগো সোলারি। তার জায়গায় রিয়াল মাদ্রিদ আনতে যাচ্ছে জিনেদিন জিদানকে। জিনেদিন জিদানকে আপাতত দায়িত্ব দেওয়া হবে রিয়াল মাদ্রিদকে লা লিগায় সেরা চারে রাখার। লা লিগায় শীর্ষ চারে থেকে যেনো আগামী চ্যাম্পিয়ন লীগ খেলতে পারে রিয়াল মাদ্রিদ । এই দায়িত্ব টা আপাতত দেওয়া হবে জিনেদিন জিদানকে । এমনটাই জানিয়েছে বেশ কয়েকটি গণ মাধ্যম । মুলত চ্যাম্পিয়ন লীগ থেকে বিদায় নেওয়ার পর এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে রিয়াল। এখন দেখার বিষয় দ্বিতীয় বারের মতো রিয়াল মাদ্রিদের দায়িত্ব জিনেদিন জিদানকে দিয়ে তাদের ভাগ্য বদলাতে পারে কিনা।।
0 Comments