ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন নেইমার (neymar jr)



পায়ের চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। তবে এই নেইমার ভক্তদের জন্য আসলো বড়ো সুখবর। সম্প্রীতি অনুশীলনে ফিরেছেন পিএসজির ফরওয়ার্ড নেইমার জুনিয়র। কোপা আমেরিকার আগেই পুরোপুরি ভাবে সুস্থ হয়ে উঠবেন তিনি। বছরের শুরুতেই ফরাসি কাপে পায়ের চোটে পড়েন eai ব্রাজিলিয়ান তারকা। সেই থেকে মাঠের বাইরে রয়েছেন নেইমার। নেইমার মাঠের বাইরে থাকায় পিএসজি কে বিদায় নিতে হয়েছে চ্যাম্পিয়ন লীগ থেকে। তবে এইবার মাঠে ফেরার সময় এসেছে নেইমারের । সময় মতো সুস্থ হয়ে উঠেছেন তিনি। গতকাল হালকা অনুশীলন করেছেন তিনি। তবে সতীর্থ দের সাথে না। দলের চিকিৎসক এবং অন্যান্য ট্রেনার দের সাথে হালকা অনুশীলন করেছেন এই ফরওয়ার্ড । আর দলের সেরা তারকার খবর নিয়মিত দিয়ে আসছেন পিএসজি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমার কে নিয়ে পোস্ট করছেন তারা। পিএসজির পক্ষ থেকে জানানো হয়েছে নেইমার ধীরে ধীরে সুস্থ হচ্ছে। সে এখন অনেকটাই সুস্থ। তবে এখনো সতীর্থ দের সাথে অনুশীলন করতে পারবেন না তিনি। আপাতত ক্লাবের চিকিৎসক দের কাছে পনেরো দিন নিবিড় অনুশীলন করে যাবেন তিনি। নেইমারের সুস্থ হয়ে যাওয়া নিঃসন্দেহে স্বস্তির ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য। কারণ আর কিছু দিন পরেই নেইমারের দেশ ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন কোপা আমেরিকা। আর সেখানে দলের সেরা তারকাকে পূর্ণ ফিট পাবে ব্রাজিল। 

Post a Comment

0 Comments