Superstar Dev - সুপারস্টার দেব সম্পর্কে কিছু অবাক করা তথ্য

সুপারস্টার দেব (Superstar Dev)





দেব কলকাতার অন্যতম বড় সুপারস্টার । যার প্রায় প্রতিটি মুভিই হিট এর তাকমা পেয়েছে । অভিনেতা হিসেবে দেব কেমন এবং তার মুভি গুলোই কেমন সেই সমস্ত কথায় যাওয়ার আগে, আমি আগে এবং পরে দেব কে নিয়ে কি ভাবি তা নিয়ে একটু বলি । দেব এর ফাস্ট মুভি অগ্নিশপথ সেই মুভি ফ্লপ করে এবং এর পর তার দ্বিতীয় মুভি আই লাভ ইউ আর এই মুভি হিট হওয়ার পর তাকে আর পিছন ফিরে তাকাতে হইনি । কিন্তু সেসময় দেব যতই সফল থাকুক না কেন তাকে আমার একদমই ভাল লাগতনা বরং তার অভিনয় দেখে তাকে ন্যাকা ষষ্টি মনে হত । একে তো ন্যাকা ষষ্টি তার উপর আবার সাউথ রিমেক যার কারনে ওর মুভি কখনো মজা করেই দেখতাম না ইচ্ছে তো দূরের কথা । হটাত একদিন চ্যানেল ঘাটতে যেয়ে দেবের চ্যাম্প মুভি টা সামনে পড়লো ফাস্টয়ে দেখতে ইচ্ছে হইনি কিন্তু পরে মনে হল দেখি বান্দা আবার কোন মুভি থেকে ঝেড়ে দিল । মভিটা কিছুক্ষণ দেখার পর মনে হল আর একটু দেখি এভাবে পুরো মুভি টাই দেখলাম দেখে বেশ ভাল লাগলো। মুভির কনসেপ্ট টা যে একদম ইউনিক কিছু তেমন টা না এরকম অনেক মুভিই আছে । কিন্তু আমার যে বিষয়টা ভাল লেগেছে তা হল এক তো সে হুবুহু কোন মুভি থেকে কপি করেনি , আর দ্বিতীয় সে কিছু নতুন করার চেষ্টা করেছে ,যা ওর সমসাময়িকরা বলতে গেলে একদমই করে না । সেই দিক দিয়ে দেখলে ওর প্রতি একটা আলাদা সম্মান চলে আসে । যে সে তার comfort zone থেকে বাইরে এসে মুভিটা করেছে । এর পর থেকে দেব এর প্রতি কিছুটা expectation কাজ করছিল যে ওর কাছ থেকে বেটার কিছু পাব , আর তারই ধারাবাহিকতায় আমাজন অভিযান , ককপিট , এবং কাবির এর মত এক অসাধারণ মুভি সে দিয়েছে । কাবির মুভিটা তে দেব এত সুন্দর করে কাজ করেছে যে তার তুলনা পুরো বাংলাতে নেই । ভারত এবং আমাদের দেশের প্রধান সারির নায়করা যখন সাউথ এর বস্তা পচা রিমেক নিয়ে ব্যাস্ত তখন দেব এর কাবির এর মত মুভি করে এগিয়ে যাওয়াটা সত্যিই প্রশংসার পাওয়ার যোগ্য । কাবির মুভিতে শুরু থেকে যেভাবে একটা সাসপেন্স বজায় রেখেছে আর লাস্ট এ যখন ঘটনা রিভিল হয় সত্যি খুব দারুন লাগে । আর দেব এর এমন সমস্ত কাজের জন্য প্রশংসার দাবিদার , যে সে মুভির content and concept দেখে মুভি করছে সেটা অনবদ্য । আর আমার মতে দেব নিঃসন্দেহে একজন অসাধারণ অভিনেতা যিনি দিন কে দিন নিজে কে ভেঙে আবার নতুন করে গড়ে চলেছেন ।

Post a Comment

0 Comments