নিক প্রিয়াঙ্কার - ডিভোর্স ? | Priyanka Chopra & Nick Jonas Divorce!!

নিক প্রিয়াঙ্কার - ডিভোর্স ? | Priyanka Chopra & Nick Jonas Divorce!! 



সম্প্রীতি আমেরিকান ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী খুব শীঘ্রই হতে যাচ্ছে নিক প্রিয়াঙ্কার ডিভোর্স। এই প্রতিবেদনে বলা হয়েছে বিয়ের পর থেকে প্রায় সব ব্যপারে ঝগড়া হচ্ছে নিক প্রিয়াঙ্কার। কাজের ব্যাপার হোক বা একে অপরকে সময় দেওয়া হোক, কিছুতেই বনিবনা হচ্ছে না এই দম্পতির ।বিয়ের পর থেকেই প্রিয়াঙ্কা  সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইছেন। আর তাতেই সমস্যা আরো বেড়েছে। নিকের পরিবার ও নাকি বেজায় চটে গিয়েছেন প্রিয়াঙ্কার উপর। তাদের মনে হচ্ছে বয়স বাড়লেও প্রিয়াঙ্কা কোনো বাচ্চা মেয়ের মতই আচরণ করছেন । তার যে এখন স্বামী সন্তান নিয়ে ঘর করার সময় এসেছে তা তিনি বুঝতেই চাইছেন না। এই ম্যাগাজিন টি এইরকম প্রতিবেদন প্রকাশ করলেও নিক প্রিয়াঙ্কার ইনস্টাগ্রাম কিন্তু অন্য কথা বলছে । কেননা নিক প্রিয়াঙ্কার ইনস্টাগ্রামের পোস্ট গুলি দেখে মনে হচ্ছে ওরা একে অপরের সাথে বেশ ভালোই রোমান্টিক সময় কাটাচ্ছেন এবং ওরা একে অপরকে খুবই ভালোবাসেন। এই প্রতিবেদন টি প্রকাশিত হওয়ার পর ভারতীয় মিডিয়া একে ভিত্তিহীন বলে মনে করছেন। এছাড়াও নিক প্রিয়াঙ্কার পার্সোনাল ম্যানেজার এমন খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তারমানে নিক প্রিয়াঙ্কার ফ্যান দের জন্য সুখবর হলো তাদের মধ্যে সব কিছুই ঠিক আছে। তারা সুখী কাপল। 

Post a Comment

0 Comments