টোটাল ধামাল মুভি রিভিউ - Total Dhamaal Movie Review

"টোটাল ধামাল" মুভি রিভিউ - Total Dhamaal Movie Review





লতি সপ্তাহে মুক্তি পেয়ে গেলো বলিউডের ধামাল সিরিজের টোটাল ধামাল মুভিটি। ধামাল সিরিজের মুভি দুটি বেশ দর্শকদের মন জয় করেছে। এটি এই সিরিজের তিন নম্বর মুভি। তো স্বাভাবিক ভাবেই দর্শকের আশা এই ছবি নিয়ে বরাবরের মতই একটু উপরে। এছাড়াও টোটাল ধামাল মুভিতে বাঘা বাঘা সব কাস্টিং রয়েছে । যাদের অভিনয় আগে দর্শকদের মন জয় করে নিয়েছে । তো চলুন জেনে নিই কেমন হয়েছে টোটাল ধামাল?
এই মুভিটার গল্প সিরিজের পূর্বতন গল্পের সাথে অনেকটায় মিলে যায়। যেখানে একটি লোক মারা যাওয়ার সময় কয়েকজনকে ৫০ কোটি টাকার একটি রহস্য বলে যায় । যেটা একটা চিড়িয়াখানায় রয়েছে । এই কথা শুনেই সবার মধ্যে লোভ জেগে যায়  এবং যে যার মতো করে খাঁচার সন্ধানে বেরিয়ে যায়। সেখানে শর্ত একটাই যে খাঁচার কাছে যে আগে পৌঁছবে পুরো টাকাটা তার । এটা নিয়েই নানা রকম ঝামেলা শুরু এবং এভাবেই গল্পটা এগোতে থাকে। এই মুভিতে অনেক ফানি ডেসট্রাকশন সিন যেমন প্লেন ক্লাশ, ট্রেন ক্লাশ সব কিছুই রয়েছে। কিন্তু সব কিছুর মধ্যে অনেক ফাঁক ফোকর রয়েছে এই গল্পে । এই গল্পে ভালো আনন্দময় কোনো প্লট ছিল না। কমেডি সিন তো এই মুভিতে অনেক ছিলো কিন্তু সেটা হাস্যকর তেমন একটা ছিল না বরং অনেকটা বিরক্তিকর ছিল। এবং কিছু কিছু সিন, চরিত্র এতটা গতানুগতিক যে কিছুক্ষণ দেখলেই পুরো ছবিটা ক্লিয়ার হয়ে যায়। তবে এখানে অভিনেতা অভিনেত্রী র কোনো দোষ নেই। কারণ যারা যারা এই মুভিতে রয়েছে তারা যে কমেডি মুভিতে বাজীমাৎ করে আসছে তা আমরা সবাই জানি। তবে এইখানে আসল সমস্যা ছিল ডিরেক্টর ইন্দ্র কুমারের। উনি ঠিক মতো প্লটটা সাজাতে পারেন নি।  মুভি দেখতে দেখতে আপনার এমন মনে হতে পারে যে বড়ো বড়ো সব অভিনেতা অভিনেত্রীরা তো রয়েছে কিন্তু তাদেরকে কি কি করতে হবে ঠিক ভাবে বোঝানো হয় নি। তবে এই ছবিতে দর্শকদের যেটা ভালো লেগেছে সেটা হলো অনিল কাপুর এবং মাধুরীর জুটি । এখনো যে তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি রয়েছে তা এই ছবি দেখলেই বোঝা যায়। তবে অনিল মাধুরীর পর অজয় দেবগনের  অভিনয় ও দর্শকদের ভালো লেগেছে। কিন্তু সঞ্জয় মিশ্র খুব একটা মন জয় করতে পারে নি। এছাড়া অনেক দিন পর সুযোগ পাওয়া আর দেশমুখ ভালোই করেছেন । জনি লিভারের সাথে তার সিন গুলি খুবই মজার। তবে দুর্বল প্লটের জন্য ধামালের মোস্ট ফেভারিট চরিত্র এরশাদ আরশি এবং জাফেদ জাফরির দুই ভাইয়ের চরিত্র একেবারে ঢাকা পড়ে যায় । সবশেষে এই ছবিতে সব কিছু ছিল কিন্তু ডিরেক্টর সবটা সাজাতে পারেন নি

Post a Comment

0 Comments