স্টিভ জবস সম্পর্কে কিছু অজানা তথ্য (Unknown Facts about Steve Jobs)

স্টিভ জবস সম্পর্কে কিছু অজানা তথ্য (Unknown Facts about Steve Jobs)

স্টিভ জবস (Steve Jobs) সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নিন | Bengali Gossip 24


আজ আমরা এমন একজন ব্যক্তির সম্পর্কে জানবো যার হাত ধরে আমাদের সকলের প্রিয় ব্র্যান্ড অ্যাপল যাত্রা শুরু করে। হাঁ ! ঠিক ধরেছেন আজ আমি আপনাদের অ্যাপলের কো ফাউন্ডার স্টিভ জবস সম্পর্কে কিছু মজাদার তথ্য জানাবো, যা হয়তো আপনাদের অজানা। তো চলুন শুরু করা যাক -

ফ্যাক্ট নাম্বার ১:
স্টিভ জবসকে  adopt করা হয়েছিল। তাঁর আসল  বাবা ছিলেন আবদুলফাত্তাহ জান্দালি, তিনি ছিলেন একজন সিরিয়ান মুসলিম।

ফ্যাক্ট নাম্বার ২:
আপনি কি জানেন যে , অ্যাপলের প্রতিষ্ঠানের আগে স্টিভ জবস আটারী নামে একটি ভিডিও গেমস কোম্পানির হয়ে কাজ করতেন।

ফ্যাক্ট নাম্বার ৩:
আপনি জেনে অবাক হবেন যে, স্টিভ জবস সিইও হিসাবে অ্যাপলের অ্যাকাউন্ট থেকে তার বার্ষিক বেতন হিসাবে মাত্র 1 মার্কিন ডলার তুলতেন।

ফ্যাক্ট নাম্বার ৪:
আপনি জেনে অবাক হবেন যে, মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত স্টিভ জবসের নামে প্রায় 141 টি নতুন পেটেন্ট ইস্যু করা হয়।

ফ্যাক্ট নাম্বার ৫:
আপনি যদি পড়াশুনা নিয়ে চিন্তিত থাকেন তবে জেনে রাখুন আব্রাহাম লিংকন, ওয়াল্ট ডিজনি, বিল গেটস, মার্ক জুকারবার্গ, হেনরি ফোর্ড, টমাস এডিসন এবং স্টিভ জবস, এদের কারোরই কলেজ ডিগ্রি নেই।

ফ্যাক্ট নাম্বার ৬:
আপনি জেনে অবাক হবেন যে স্টিভ জবসের শেয়ার অ্যাপলের থেকে ডিজনিতে বেশি ছিলো।

ফ্যাক্ট নাম্বার ৭:
আপনি জেনে অবাক হবেন যে, স্টিভ জবস যখন তাঁর মৃত্যুশয্যায় ছিলেন, তখন তিনি পাঁচটি আলাদা আলাদা অক্সিজেন মাস্ক চেয়েছিলেন যাতে করে  তিনি সেরা ডিসাইনের মাস্কটি বেছে নিতে পারেন।

ফ্যাক্ট নাম্বার ৮:
আপনি জেনে অবাক হবেন যে যেই ব্যক্তি অ্যাপল প্রতিষ্ঠান করেন সেই ব্যক্তি মানে স্টিভ জবস নিজে কখনও প্রোগ্রামিং কোডের একটি লাইনও লিখেননি।

ফ্যাক্ট নাম্বার ৯:
আমাজন ডট কমের মতে বাইবেল, স্টিভ জবসের বায়ো এবং হাঙ্গার গেমস এখন পর্যন্ত সবচেয়ে হাইলাইটেড কিন্ডেল বই।

ফ্যাক্ট নাম্বার ১০:
১৯৭৬ সালে স্টিভ জবসের গ্যারেজে নির্মিত একটি অ্যাপল ১ কম্পিউটার ২০১৪ সালে নিলামে নয় লক্ষ পাঁচ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছিল।

ফ্যাক্ট নাম্বার ১১:
একজন সেক্রেটারি একবার স্টিভ জবসকে বলেছিলেন যে তিনি কাজের জন্য দেরি করেছেন কারণ তার গাড়িটি চালু হচ্ছিলো না। সেই বিকেলে, জবস তাকে একদম নতুন জাগুয়ারের কিছু চাবির সেট ছুঁড়ে দিয়েছিল: আর বলেছিলো  "এখানে, আর দেরি করবেন না। 

ফ্যাক্ট নাম্বার ১২:
বর্তমান অ্যাপল-সিইও টিম কুক, স্টিভ জবস ক্যান্সারে আক্রান্ত হওয়ার আগে তাকে একটি লিভার দান করতে চেয়েছিলেন কিন্তু স্টিভ জবস তা প্রত্যাখ্যান করে দেন। এতে আমরা স্টিভ জবসের মহানুভবতার পরিচয় পায়। 

ফ্যাক্ট নাম্বার ১৩:
স্টিভ জবস একবার গুগলকে বলেছিলো যে 'GOOGLE' এ যে দ্বিতীয় হলুদ কালারের 'O' টি হয়েছে তা ঠিক ছিলো না।

ফ্যাক্ট নাম্বার ১৪:
অ্যাপলের আইপডের প্রথম প্রোটোটাইপটি যখন স্টিভ জবসকে দেখানো হয়েছিল, তিনি এটিকে একটি অ্যাকোয়ারিয়ামে ফেলে দিয়েছিলেন এবং এরপর যখন স্টিভ দেখতে পায় যে এর মধ্যে থেকে বুদবুদ বের হচ্ছিলো তখন বুজতে পারে যে এর মধ্যে অনেক খালি জায়গা রয়েছে। তারপর আইপডটিকে আরো ছোট করা হয়। 

ফ্যাক্ট নাম্বার ১৫:
প্রত্যেকটি আইফোনের বিজ্ঞাপনে 9:41 এই টাইম টি দেখতে পাওয়া যায়। এর কারণ হলো ২০০৭ সালে প্রথম যখন স্টিভ জবস আইফোনে উন্মোচন করেছিলেন তখন তাতে 9:41 বেজে ছিলেন। 

ফ্যাক্ট নাম্বার ১৬:
আপনি এটা জেনে অবাক হবেন যে, আমরা জামাতে যে বোতাম গুলি ব্যবহার করে থাকি স্টিভ জবস সেই বোতাম গুলিকে ভয় পেতেন। 

ফ্যাক্ট নাম্বার ১৭:
স্টিভ জবস প্রতি 6 মাস পর পর  একটি নতুন মার্সিডিজ নিতেন কারণ একটি গাড়ী 6 মাস পুরোনো না হওয়া পর্যন্ত গাড়িটির লাইসেন্স প্লেটের প্রয়োজন পড়তো না।

ফ্যাক্ট নাম্বার ১৮:
আপনি কি জানেন যে ফ্লিকার একটি ফটো পোস্ট করে যেখানে দেখা যাচ্ছে স্টিভ জবস  প্রতিবন্ধী পার্কিং স্পটে তার নিজের মার্সিডিজ টি পার্কিং করে রেখেছিলো।

ফ্যাক্ট নাম্বার ১৯:
আপনি কি জানেন যে শৈশবে স্টিভ জবস যখন ভারতে এসেছিলেন তখন তিনি বৌদ্ধ ধর্মের শরণাপন্ন হয়েছিলেন এবং যাওয়ার সময় বৌদ্ধ ধর্ম  গিয়েছিলেন।

ফ্যাক্ট নাম্বার ২০:
স্টিভ জবস মারা যাওয়ার পর একটি চিহ্নহীন কবরে  তাকে সমাধিস্থ করা হয়েছে।

তো এই ছিল প্রযুক্তিবিদ্যার বরপুত্র স্টিভ জবস সম্পর্কে কিছু অজানা তথ্য। 

Post a Comment

0 Comments