PAN কার্ডের অজানা মজাদার তথ্য, জানি এটা জানলেই খুঁজবেন আপনার প্যান নম্বর
দেশের সবারই, বিশেষত রোজগেরে নাগরিকদের PAN কার্ড থাকা জরুরি। প্যান কার্ডে থাকা ১০ ডিজিটের আলফা-নিউমেরিক নাম্বারটাই আপনার পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বা আয়কর দফতর থেকে এই নাম্বার আপনাকে দেওয়া হয়। এখন এই PAN নাম্বার নিয়ে রয়েছে বেশকিছু মজাদার তথ্য। যেমন,
দেশের সবারই, বিশেষত রোজগেরে নাগরিকদের PAN কার্ড থাকা জরুরি। প্যান কার্ডে থাকা ১০ ডিজিটের আলফা-নিউমেরিক নাম্বারটাই আপনার পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বা আয়কর দফতর থেকে এই নাম্বার আপনাকে দেওয়া হয়। এখন এই PAN নাম্বার নিয়ে রয়েছে বেশকিছু মজাদার তথ্য। যেমন,
১) প্রথম তিনটে ক্যারাক্টার ইংরেজী বর্ণমালার যেকোনও তিনটে লেটার নিয়ে হয়। বেশ কিছু ক্ষেত্রেই এটা A হয়।
২) PAN নম্বরের চতুর্থ লেটারটি গুরুত্বপূর্ণ। এটি প্যান কার্ডের স্ট্যাটাস বোঝায়। কীরকম হয় এই স্ট্যাটাস?
C- কোম্পানিকে বোঝায় (Company)
P- একজন ব্যক্তিকে বোঝায় (Person)
H- হিন্দু অভিন্ন পরিবারকে বোঝায় (Hindu Undivided Family)
F- কোনও ফার্মকে বোঝায় (Firm)
A- অনেক মানুষের অ্যাসোসিয়েশনকে বোঝায় (Association of Persons)
T- ট্রাস্টকে বোঝায় (Trust)
B- কোনও একক ব্যক্তিসমূহের সংস্থাকে বোঝায় (Body of Individuals)
L-স্থানীয় সংস্থাকে বোঝায় (Local Authority)
J- Artificial Juridical Person-কে বোঝায়
G- সরকারকে বোঝায় (Government)
(এবার মিলিয়ে নিন আপনার প্যান কার্ডের নম্বরের চতুর্থ অক্ষরটা কী আছে! এই যেমন আমারটায় আছে D)
৩) পঞ্চম ক্যারাক্টারটি বোঝায় আপনার পদবীর প্রথম লেটারটি।
৪) এরপরের চারটি থাকে আপনার ক্রমিক অনুযায়ী স্বাভাবিক সংখ্যা। যা শুরু হয় ০০০১ থেকে চলে ৯৯৯৯ পর্যন্ত।
৫) PAN কার্ডের শেষ ক্যারাক্টারটি হল ''অ্যালফাবেটিক টেক ডিজিট''।
0 Comments