এবার ফোনে নেটওয়ার্ক না থাকলেও করা যাবে কল ! দারুণ সুবিধা আনল Jio

এবার ফোনে নেটওয়ার্ক না থাকলেও করা যাবে কল ! দারুণ সুবিধা আনল Jio


জেনে নিন কোন কোন ফোনে পাওয়া যাবে এই পরিষেবা

অনেক সময়েই এমন হয়ে যে আপনাকে কোনও জরুরি ফোন করতে হবে আর সেই সময়তেই ফোনে নেটওয়ার্কের সমস্যা দেখা দিয়েছে। তখন মনে হয় কোনও ভাবে একবার কলটি লেগে যা। এই সমস্যার কথা মাথায় রেখে জিও গ্রহদের জন্য নতুন একটি পরিষেবা চালু করেছে - জিও ওয়াইফাই কলিং (Jio WiFi Calling Service)।


WiFi Calling সার্ভিসের সাহায্যে গ্রাহকরা ফোন নেটওয়ার্ক না থাকলেও ভয়েস আর ভিডিও কল করতে পাড়বে। এই সার্ভিসটি একেবারে বিনামুল্যে পেয়ে যাবেন জিও-র গ্রাহকরা। এই পরিষেবার জন্য গ্রাহকদের আলাদা করে কোনও পেমেন্ট করতে হবে না। আপনার কাছে প্রিমিয়াম স্মার্টফোন থাকলে সেটিংসে গিয়ে কিছু পরিবর্তন করলেও আপনিও এর সুবিধা নিতে পারবেন।

এর বিশেষত্ব কী? জিও ওয়াইফাই কলিং-এর জন্য গ্রাহক যে কোনও নেটওয়ার্কের ওয়াইফাই ব্যবহার করতে পাড়বে। এমন নয় যে জিওর নেটওয়ার্ক ছাড়া গ্রাহকরা এই ওয়াইফাই কলিং-এর সুবিধা পাবে না। অসাধারণ ভয়েক আর ভিডিও কলিং-এর সুবিধার জন্য VoLTE আর Wi-Fi-এর মধ্যে সুইচ করতে পাড়বেন। ১৫০-র ও বেশি ফোনে জিও ওয়াইফাই কলিং কাজ করবে। ওয়াইফাই ক্লিং-এর সময় গ্রাহকরা ইচ্ছে করলে ভিডিও তৈরি করতে পাড়বে।

এই Wi-Fi Calling-এর জন্য আলাদা কোনও অ্যাপ্লিকেশন ডাউনলোড করার প্রয়োজন হবে না। কী ভাবে এই সুবিধা পেতে পারেন তা দেখে নিন - প্রথমে ডিভাইসের অপারেটিং সিস্টেম আর একবার আপগ্রেড করে নিন। কারণ একমাত্র লেটেস্ট ভার্সন থেকেই এই Wi-Fi Calling এর সুবিধা পাবেন গ্রাহকরা। আপনার মোবাইল ফোনের নেটওয়ার্ক সেটিং চেক করতে হবে। যদি আপনার নেটওয়ার্ক সেটিং এ আপনি ওয়াইফাই কলিং-এর অপশন দেখতে পান তাহলে সেটা অন করে নিন। আশা করা হচ্ছে কিছু সপ্তাহের মধ্যেই VoWiFi (International) কলিং-এর সুবিধাও ঘোষণা করা হবে।

ভয়েস ওভার ওয়াইফাই বা VoWiFi, ওয়াইফাই-এর উপর নির্ভরশীল। VoWiFi-এর সাহায্যে আপনি বাড়ির ওয়াইফাই, পাবলিক এইফিয়ার আর ওয়াইফাই হটস্পটের মাধ্যমে কল করতে পাড়বেন। যদি ধ্রুন আপনার ফোনে নেটওয়ার্ক নেই, এরকম সময় আপনি ওয়াইফাই বা অন্য কোনও ফোনে হটস্পট ওয়াইফাই নয়ে খুব সহজেই ফোন করতে পাড়বেন। VoWiFi-এর সব থেকে বেশি সুবিধা পাওয়া হবে রোমিং-এ, কারন আপনি বিনামূল্যে ফোনে কথা বলতে পাড়বেন ওয়াইফাই -এর সাহায্যে।

যে iPhone-এ iOS 13 সাপোর্ট করবে সে স্ব ফোনে চলবে ওয়াইফাই কলিং। মানে iPhone 11, iPhone 11 Pro, iPhone 11 Pro Max, iPhone 7 and iPhone 7 Plus, iPhone 8, iPhone 8 Plus, iPhone 6S, iPhone 6S Plus, iPhone SE, iPhone XR, iPhone X, iPhone XS আর iPhone XS Max সব ফোনে চবে জিও ওয়াইফাই কলিং চলবে।


এই তালিকায় রয়েছে Galaxy J4 (2018), Samsung A10, Samsung A10S, Galaxy A30s, Galaxy A5 (2017), Galaxy A50s, Galaxy A70, Galaxy A8 Star, Galaxy A8+, Galaxy A80, Galaxy C9 Pro, Galaxy A20, Galaxy A30, Galaxy A5 (SM-A500G), Galaxy A5 (2016), Galaxy A6, Galaxy A6+, Galaxy A7, Galaxy A7 (2018), Galaxy A7 (2016), Galaxy A8, Galaxy A9 (2018), Galaxy A9 Pro, Galaxy C7 Pro, Galaxy Core Prime 4G, Galaxy J1 (2016), Galaxy J2, Galaxy J2 (2018), Galaxy J2 Ace, Galaxy J2 Hybrid Tray, Galaxy J3, Galaxy J3 Pro, Galaxy J4+, Galaxy J5, Galaxy J6, Galaxy J6+, Galaxy J7, Galaxy J7 Duo, Galaxy J8, Galaxy M10, Galaxy M20, Galaxy M40, Galaxy Note 4, Galaxy Note 4 Edge, Galaxy Note 5, Galaxy S10, Galaxy S10 Plus, Galaxy S10e, Galaxy S6, Galaxy S6 Edge, Galaxy S6 Edge Plus, Galaxy J2 (2016), Galaxy J2 Pro, Galaxy J5, Galaxy J5 Prime, Galaxy J7, Galaxy J7 Max, Galaxy J7 Nxt, Galaxy J7 Prime, Galaxy J7 On Nxt, Galaxy J7 Pro, Galaxy Note 10, Galaxy Note 10+, Galaxy Note 5 Duos, Galaxy Note 8, Galaxy On 5 Pro, Galaxy On 7 Pro, Galaxy On 8, Galaxy On 6, Galaxy On 7 Prime, Galaxy On 8, Galaxy S7, Galaxy S7 Edge, Galaxy S8, Galaxy S8+, Galaxy S9 আর Galaxy S9+, Vivo V11, Vivo V11 Pro, Vivo V15, Vivo V15 Pro, Vivo V9, Vivo V9 Pro, Vivo 1904, Vivo Y81, Vivo Y81i, Vivo Y91, Vivo Y91i, Vivo Y93, Vivo Y95, Vivo Y15, Vivo Y17, Vivo Y91 আর Vivo Z1 Pro, K20 series, Poco F1, Redmi 7, Redmi 7A, Redmi Note 7 Pro, Redmi Y3 আর Redmi Note 8 Pro-তে চলবে ওয়াইফাই কলিং
Google-এর Pixel 3,Pixel 3XL, Pixel 3A আর Pixel 3A XL ফোনও রয়েছে এই তালিকায়।







Post a Comment

0 Comments