প্যান্থার নিয়ে আসছেন জিৎ (Panther Movie Jeet)

প্যান্থার নিয়ে আসছেন জিৎ (Panther Movie Jeet)




সুপারস্টার জিতের ছবি মানেই টলি পাড়ায় উৎসবের সৃষ্টি হয় । এই সুপারস্টার তার ক্যারিয়ারে বিভিন্ন ধরণের ছবিতে অভিনয় করেছেন। এই তো কিছু দিন আগে বাচ্চা শ্বশুর ছবিতে এক ভিন্ন গল্পে ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। এদিকে গতকাল জিৎ তার ফেসবুক পেইজে নতুন আরো একটি ছবির পোস্টার পোস্ট করেছেন। আর সিনেমা টির নাম দেওয়া হয়েছে প্যান্থার। ছবিটি নির্মিত হবে জিতের প্রোডাকশন হাউস থেকেই এবং এই ছবির পরিচালনা করবেন আংশুমান প্রত্যুশ। জিতের এই নতুন ছবিটির  নাম শুনে মনে হচ্ছে এটি একটি অ্যাকশন থ্রিলার সিনেমা । অন্য দিকে জিতের পোস্টের ক্যাপশনে লেখা ছিল " দিল ধারক হে তো জয় হিন্দ......... " এর থেকে আন্দাজ করা যাচ্ছে ভারতের কোনো এক জওয়ান এর দেশ প্রেমের গল্প থাকবে এই ছবি তে। যায় হোক জিতের ছবি মানেই যে সুপারহিট হবে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে ছবিটি দেখতে দর্শকদের অপেক্ষা করতে হবে এই বছরের আগস্ট মাস পর্যন্ত । 

Post a Comment

0 Comments