ওয়ানডে ক্রিকেটে পাঁচ দ্রুততম ১০০ উইকেট শিকারী - Top Five Fastest Centuries In ODIs

ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে দ্রুততম ১০০ উইকেট শিকারির তালিকায় যারা রয়েছেন তাদের একনজরে দেখে নিন -



১) রাশিদ খান : ইনি একজন আফগানিস্তানের স্পিন বোলার। ইনি ৪৪  ম্যাচে  ১০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করে। শততম উইকেটটি পান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০১৮ সালে ২৫ শে  মার্চ। 

২) মিচেল স্টার্ক : ইনি অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার ইনি ৫২ ম্যাচ ১০০ টি উইকেট নিয়ে দুই নম্বর পসিশন ধরে রেখেছে। শততম উইকেটটি পান শ্রীলংকার বিরুদ্ধে ২০১৬ সালে ২১ শে আগস্ট। 

৩) সাকলেন মুশতাক : ইনি পাকিস্তানের স্পিন বোলার। ইনি ৫৩ টি ম্যাচ খেলে ১০০ টি উইকেট নিয়ে তিন নম্বর পসিশনে রয়েছেন। শততম উইকেটটি পান শ্রীলংকার বিরুদ্ধে ১৯৯৭ সালে ১২ মে। 

৪) শেন বন্ড : নিউজিল্যান্ডের বোলার শেন বন্ড রয়েছেন চতুর্থ স্থানে। ৫৪ টি ম্যাচ খেলে ১০০ টি উইকেট পেয়েছিলেন তিনি। শততম উইকেটটি পান ২০১৭ সালে ২৩ শে জানুয়ারী ইংল্যান্ডের বিরুদ্ধে। 

৫) ব্রেট লি : ইনি অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার। ইনি ৫৫ ম্যাচ খেলে ১০০ টি উইকেট শিকার করেন। শততম উইকেটটি ২০০৩ সালে ২৫ শে জানুয়ারী ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছিলেন। 

তো এই ছিল বিশ্বের পাঁচ দ্রুততম ১০০ উইকেট শিকারী। যারা ক্রিকেট ইতিহাসে সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। 

Post a Comment

0 Comments